Site icon Jamuna Television

ইউরোপ ও মধ্যপ্রাচ্যে ভয়াবহ আকার ধারণ করেছে করোনাভাইরাস

ইউরোপ ও মধ্যপ্রাচ্যে ভয়াবহ আকার ধারণ করেছে কোভিড নাইনটিন। একদিনের ব্যবধানে, ভাইরাসটির কারণে ইতালিতে প্রাণহানি বেড়ে দাঁড়ালো ৩৪ জনে, দেশটিতে ১৭শ’র কাছাকাছি মানুষ আক্রান্ত।

এদিকে, ইরানে ভাইরাসটির সংক্রমণে একদিনেই ১১ জনের মৃত্যু হয়েছে; প্রাণহানি ছাড়ালো অর্ধ-শতাধিকে; আক্রান্ত ৯৭৮। দক্ষিণ কোরিয়ায় লাফিয়ে বাড়ছে সংক্রমণ; অসুস্থ কমপক্ষে ৪ হাজার মানুষ।

অন্যদিকে, নতুন কয়েকজনের শরীরে ভাইরাসটি শনাক্ত হওয়ায়, বিস্তার ঠেকাতে মিসর থেকে নাগরিকদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কাতার।

এখন পর্যন্ত, ৬৭টি দেশ নিশ্চিত করেছে কোভিড- নাইনটিনের উপস্থিতি। বিশ্বজুড়ে ভাইরাসের সংক্রমণে প্রাণ হারিয়েছে ৩ হাজারের বেশি মানুষ; আক্রান্ত ৮৮ হাজারের বেশি।

Exit mobile version