Site icon Jamuna Television

শপিংমলে ৩০ জনকে জিম্মি করেছে চাকরিচ্যুত নিরাপত্তাকর্মী

শপিংমলের পুরনো নিরাপত্তাকর্মী ছিলেন তিনি। চাকরি হারিয়ে প্রতিশোধ নিতে ফিরে এলেন। সেই শপিংমলে ৩০ জনকে জিম্মি করে রেখেছেন এই ব্যক্তি। এতে গুলিবিদ্ধ হয়েছেন একজন। ঘটনা ফিলিপাইনের রাজধানী ম্যানিলায়।

ম্যানিলার স্যান জুয়ান সিটির ভি-মলে এক সময় নিরাপত্তাকর্মীর দায়িত্ব পালন করতো জিম্মিকারী। এটি নিশ্চিত করেছেন সিটি মেয়র ফ্রান্সিস জামোরা। তিনি বলেন, জিম্মিকারী একটি বন্দুক বহন করছে। সে চিৎকার করে বলছে তার কাছে গ্রেনেড আছে। তবে এ ব্যাপারে আমরা নিশ্চিত হতে পারিনি। গুলিবিদ্ধ ব্যক্তি হাসপাতালে আছে। তার অবস্থা স্থিতিশীল।

চারতলা বিশিষ্ট এই শপিং মলে সোয়াত টিমকে প্রবেশ করতে দেখা গেছে। শপিং মলে ১০০টি আউটলেট আছে। শপিং মল থেকে অন্যান্য সকলকে বের করে সেটি ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী।

সিটি মেয়র জানান, শপিং মলটিতে যে সিকিউরিটি কোম্পানি নিরাপত্তাকর্মী নিয়োগ করেছে তারাই জিম্মিকারীকে নিয়োগ দিয়েছিল। তারাই তাকে চাকরিচ্যুত করেছে। জিম্মিকারী তার প্রাক্তন সহকর্মীদের সাথে ভিডিও কলের মাধ্যমে কথা বলতে চেয়েছে। সে তার সাথে অন্যান্য গার্ডদেরও যুক্ত করতে চেয়েছিল।

এদিকে, জিম্মি ব্যক্তিদের স্বজন ও বন্ধুবান্ধবরা উদ্বেগ-উৎকণ্ঠায় সময় পার করছেন।

Exit mobile version