Site icon Jamuna Television

রোহিঙ্গা সন্ত্রাসী নসরুল্লাহ অস্ত্রসহ গ্রেফতার

শীর্ষ রোহিঙ্গা সন্ত্রাসী ও অস্ত্র প্রশিক্ষক নুরুল আমিন প্রকাশ নসরুল্লাহকে গ্রেফতার করেছে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত ২৯ ফেব্রুয়ারি টেকনাফের পল্লান পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় নসরুল্লাহর কাছ থেকে ডেমো স্নাইপার রাইফেল, দেশীয় অস্ত্র, আধুনিক মোবাইল ওয়ারলেস এন্টেনা সহ প্রশিক্ষণের অত্যাধুনিক সরঞ্জাম উদ্ধার করা হয়।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ২৯ ফেব্রুয়ারি রাতে টেকনাফের পল্লান পাড়া এলাকা থেকে নসরুল্লাহকে সহযোগী হাফেজ নুর কামাল সহ গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, নসরুল্লাহ দীর্ঘদিন ধরে উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী গ্রুপ তৈরি করে আসছিলেন। এই বাহিনী রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতি, অপহরণসহ বিভিন্ন অপকর্মে জড়িত ছিলো।

Exit mobile version