Site icon Jamuna Television

নওগাঁয় জ্বর নিয়ে সিঙ্গাপুর ফেরত যুবকের হাসপাতালে ভর্তি

নওগাঁ সদর হাসপাতালে সিঙ্গাপুর থেকে আসা মেহেদী হাসান নামে এক যুবক জ্বর নিয়ে ভর্তি হয়েছেন। গেল শনিবার সিঙ্গাপুর থেকে তিনি দেশে এসে হঠাৎ জ্বরে আক্রান্ত হয়। এতে পরিবারের সদস্যদের মাঝে সন্দেহ দেখা দিলে আজ সোমবার সন্ধ্যায় হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসকরা তার জ্বরের কারণ অনুসন্ধানে বিশেষ বিভাগে ভর্তি করেছে।

মেহেদির বাড়ি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের পাতলা পাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে।

নওগাঁ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার মনির আলী আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, সিঙ্গাপুর ফেরত মেহেদী জ্বরে আক্রান্ত হওয়ায় সন্দেহজনকভাবে হাসপাতালে বিশেষ ইউনিটে ভর্তি করা হয়েছে। তবে মেহেদী করোনাভাইরাসে আক্রান্ত কিনা সেটি নিশ্চিত নয়।

Exit mobile version