Site icon Jamuna Television

পটুয়াখালী‌তে গোপন বৈঠককা‌লে শি‌বি‌রের ৫ কর্মী গ্রেফতার

পটুয়াখালী প্র‌তি‌নি‌ধি
পটুয়াখালী শহ‌রের ছোট চৌরাস্তা এলাকার এক‌টি বাসা থে‌কে গোপ‌ন বৈঠক করার সময় ইসলা‌মী ছাত্র‌শি‌বি‌রের ৫ জন কর্মী‌কে গ্রেফতার ক‌রে‌ছে পু‌লিশ। এসময় ওই বাসা থে‌কে বিপুল প‌রিমান জিহাদী বই, হাতু‌ড়ি, সি‌ডি, ল্যাপটপসহ আ‌রো অন্যান্য মালামাল জব্দ ক‌রা হয়ে‌ছে।

পটুয়াখালী পু‌লিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান জানান, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে জান‌তে পা‌রে যে, পটুয়াখালী থানাধীন ছোট চৌরাস্তা সংলগ্ন একটি দোতলা বাড়ির নিচতলায় কতিপয় দুষ্কৃতিকারী নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছে। সংবাদটি পাওয়ার সাথে সাথে সেখানে পুলিশ পাঠানো হয়। পরে পুলিশ গিয়ে প্রায় ১৫০০ টি বিভিন্ন ধরনের জিহাদী বই, লিফলেট, ক্রেস্ট, সমর্থক ফরম, চাঁদা আদায়ের রসিদ, নেটওয়ার্ক বিস্তৃতি সংক্রান্তে বিভিন্ন রেজিস্ট্রার, বিভিন্ন পর্যায়ের কমিটির নাম সংবলিত রেজিস্ট্রার, হাতুড়ি, চেইন, ঈদকার্ড, গানের সিডি, শিবিরের লোগো সংবলিত ২০টি মগ, ১টি ল্যাপটপ, ২টি পেনড্রাইভ, ১১টি মোবাইল ফোন, ১টি মোটরসাইকেল, ১টি ব্যানার সহ ৫ জনকে গ্রেফতার করা হয়।

যারা পটুয়াখালী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে। গ্রেফতারকৃত ১। মোহাম্মদ আখতারুজ্জামান (২৫), (মাস্টার্স, কৃষি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), পিতা- আব্দুর রাজ্জাক, গ্রাম- বন্যাতলা, ডাকঘর- পদ্ম পুকুর, থানা -শ্যামনগর, জেলা- সাতক্ষীরা, ২। মোহাম্মদ নোমান (২০), (পটুয়াখালী পলিটেকনিক কলেজ, ৬ষ্ঠ সেমিস্টার), পিতা-মৃত সোলায়মান শেখ, গ্রাম- বেরা খারোয়া, ১নং ওয়ার্ড, পৌরসভা, থানা বেলকুচি, জেলা- সিরাজগঞ্জ, ৩। মোঃ তৈমুর রহমান (২১) (প্রথম বর্ষ, দুর্যোগ ব্যবস্থাপনা, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), পিতা- আজিজুর রহমান, ২৪২/২৪৩ আসানো টাওয়ার, পশ্চিম আগারগাঁও, শেরেবাংলা নগর থানা ঢাকা, ৪। মোঃ হাসিবুর রহমান (২৪), (মাস্টার্স, ইসলামিক স্টাডিজ, বিএম কলেজ, বরিশাল) পিতাঃ মোঃ গিয়াস খান, গ্রাম: বাগিয়া, ডাকঘর- কাশিপুর, থানা বিমানবন্দর, জেলা বরিশাল, ৫। মোঃ রফিকুল ইসলাম (২৪), (মাস্টার্স, অর্থনীতি, পটুয়াখালী সরকারি কলেজ), পিতা- মোস্তফা আকন, গ্রাম টেংরাখালী আকন বাড়ি, থানা+জেলা- পটুয়াখালী।

গ্রেফতারকৃত‌দের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা সবাই ইসলামী ছাত্রশিবিরের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবত বাসাটি ভাড়া নিয়ে তাদের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছে।

Exit mobile version