Site icon Jamuna Television

সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়ছেন মোদি

সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ তার অফিসিয়াল টুইটারের এরকমই ইঙ্গিত দিয়েছেন তিনি। তবে চূড়ান্তভাবে ছেড়ে দিবেন কিনা সে সিদ্ধান্ত জানাননি।

আজ সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ মোদি টুইটারে লিখেন-চিন্তা করছি আমার সব সামাজিক যোগাযোগ মাধ্যেম ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ও ইউটিউব ছেড়ে দিবো।

এদিকে এই টুইট করার পর থেকেই বিভিন্ন ধরনের মন্তব্য দেখা গেছে। অনেকেই প্রশ্ন ছুঁড়ছেন কেনো ছেড়ে দিতে যাচ্ছেন। অনেকের আবার নেতিবাচক মন্তব্যও দেখা গেছে।

২০০৯ সাল থেকে ফেসবুকে ও টুইটারে সংযুক্ত হবার পর থেকে এসব সাইটে বেশ জনপ্রিয় নরেন্দ্র মোদি।

Exit mobile version