Site icon Jamuna Television

পাকিস্তানে খেলতে যাচ্ছেন না মুশফিক

পাকিস্তান খেলতে যাবেন না বলে জানিয়েছেন মুশফিকুর রহিম এমনটাই বললেন মিনহাজুল আবেদিন নান্নু, তবে কাল সিলেটে জিম্বাবুয়ের সাথে একাদশে থাকবেন। নিরাপত্তা নিয়ে পরিবারের উদ্বেগের কথা উল্লেখ করে পাকিস্তান সফর থেকে নিজেকে প্রত্যাহার করে নেন ডানহাতি ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

মিনহাজুল আবেদিন নান্নু আরও জানান, সিরিজ জিতলে বাদ যেতে পারেন শেষ ওয়ানডে থেকে মুশফিক।

এদিকে মঙ্গলবার জিম্বাবুয়েকে হারাতে পারলেই মুশফিকুর রহিম শততম ওয়ানডে জয়ের স্বাদ পাবেন। ২১৭ ওয়ানডে খেলে আপাতত ৯৯ জয়ে অপরাজিত আছেন মুশফিক। মঙ্গলবার শততম জয়ের দেখা পেলে মুশফিকের জন্য সেটা হবে বিশেষ এক অর্জন।

অপরদিকে আগামী ৩ এপ্রিল করাচিতে একমাত্র ওয়ানডে এবং ৫ এপ্রিল থেকে একই মাঠে শেষ টেস্ট ম্যাচটি শুরু হবে। এরআগে টি-টোয়েন্টি সিরিজ ২-০তে জিতেছে পাকিস্তান। অন্যদিকে প্রথম টেস্ট ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

Exit mobile version