Site icon Jamuna Television

কক্সবাজারে ১ লাখ ৯০ হাজার পিচ ইয়াবাসহ আটক ২

কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি) এক সাঁড়াশি অভিযান চালিয়ে ১লাখ ৯০ হাজার পিচ ইয়াবাসহ দুইজনকে আটক করেছে। এসময় একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

আটকদের একজন রোহিঙ্গা। কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) রেজওয়ান আহমেদ এর নেতৃত্ব রোববার (১ মার্চ) দিবাগত রাতে রামু উপজেলার চা বাগান বৌদ্ধ মন্দির রোডের জনৈক ফজলুল হক চৌধুরীর ভাড়া বাসায় অভিযান চালিয়ে ১ লাখ ৪০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। পরে আটককৃত ২ জন ইয়াবাকারবারীর স্বীকারোক্তি মতে একটি মাইক্রোবাসে তল্লাশি করে আরো ৫০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি’র ভারপ্রাপ্ত ওসি শেখ আশরাফুজ্জামান।

ওসি শেখ আশরাফুজ্জামান আরো জানান, আটককৃত ২ জন ইয়াবাকারবারীর একজন হলো, রোহিঙ্গা শরনার্থী। তার নাম নুরুল মোস্তফা, অপরজন কক্সবাজার শহরের কুতুবদিয়া পাড়ার সোনামিয়া।

এ বিষয়ে ডিবি’র ইন্সপেক্টর মিজানুর রহমান বাদী হয়ে সোমবার ২ মার্চ রামু থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

ইয়াবা বহনকারী মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। ২ জন আসামী কে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Exit mobile version