Site icon Jamuna Television

চীনের বাইরে করোনাভাইরাসের ব্যাপক বিস্তারে উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা

চীনের বাইরে করোনাভাইরাসের ব্যাপক বিস্তারে উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারা বলছে, সবাই সচেতন না হলে; আরও ভয়াবহ হতে পারে পরিস্থিতি।

গেল ক’দিনের ধারাবাহিকতায় চীনে কমেছে কোভিড নাইনটিনের সংক্রমণ ও মৃতের সংখ্যা। তবে, দক্ষিণ কোরিয়া, ইতালি, ইরান ও জাপানে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। ইতালিতে ২৪ ঘণ্টায় প্রাণ গেছে ১৮ জনের। করোনাভাইরাসে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫২ জনে। আতঙ্কে ইউরোপের পর্যটনকেন্দ্রগুলো জনশূণ্য।

ইরানে সরকারি হিসেবে মৃতের সংখ্যা ৬৬ জন। ভাইরাসটিতে আরও ৪ জনের মৃত্যুর পর, যুক্তরাষ্ট্রে প্রাণহানির সংখ্যা দাঁড়ালো ছ’জনে। দক্ষিণ কোরিয়ায় নতুনভাবে আক্রান্ত ৬শ’র বেশি মানুষ।

প্রথমবারের মতো সংক্রমণ ধরা পড়েছে সৌদি আরব, ইন্দোনেশিয়াসহ ৯ দেশে। সবমিলিয়ে, চীনের বাইরে ৭৬ দেশে শনাক্ত হলো কোভিড- নাইনটিন।

এখন পর্যন্ত, ভাইরাসটিতে ৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত লাখের কাছাকাছি।

Exit mobile version