Site icon Jamuna Television

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী বৃষ্টি

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী বৃষ্টি হয়েছে। নগরীতে বৃষ্টির সাথে বজ্রপাতও হয়েছে। কেউ কেউ এই বৃষ্টিতে স্বস্তি প্রকাশ করেছেন।

মঙ্গলবার সকালে স্কূল কলেজগামী শিক্ষার্থীদের বৃষ্টিতে দুর্ভোগ হয়। নিম্ন আয়ের মানুষ বিশেষ করে রিকসা চালকদেরও বৃষ্টিতে ভিজে যাত্রী বহন করতে দেখা যায়। সিএনজিচালকরা বৃষ্টির অযুহাতে বাড়তি ভাড়া আদায় করে।

বৃষ্টির কারণে ধুলা দুষণের কবল থেকে সাময়িক রেহায় পেয়েছেন নগরবাসী। আবহাওয়া অফিস জানিয়েছে রাজধানী ঢাকা, রাজশাহী, খুলনাসহ বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। রাজধানীতে এই বৃষ্টি না থাকলেও আবহাওয়া মেঘাচ্ছন্ন থাকতে পারে।

Exit mobile version