Site icon Jamuna Television

নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত কমপক্ষে ৫০

নাইজেরিয়ার কাদুনা প্রদেশে আবারও সশস্ত্র গোষ্ঠীর হামলায় প্রাণ গেছে কমপক্ষে ৫০ জনের। প্রদেশটির গভর্নর জানান, সোমবার ৫টি গ্রামে চালানো হয় হামলা।

প্রশাসন জানায়, গ্রামে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায় বন্দুকধারীরা। জ্বালিয়ে দেয় বাড়িঘর, গাড়ি, চলে লুটপাটও।

হামলায় গুলিবিদ্ধ অনেকে হাসপাতালে চিকিৎসাধীন। যাদের অনেকের অবস্থা গুরুতর। ধারণা করা হচ্ছে, প্রতিবেশী ৩ প্রদেশে গোষ্ঠীটির ঘাঁটি রয়েছে। হামলার পরই সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে ওই প্রদেশগুলোয়।

নাইজেরিয়ার বিভিন্ন গ্রামে প্রায় নিয়মিতই লুটপাট ও বড় ধরণের হামলার ঘটনা হয়। গত এক বছরে এ ধরণের হামলাগুলোয় প্রাণ গেছে কয়েকশ’ মানুষের।

Exit mobile version