Site icon Jamuna Television

কুয়াকাটায় হোটেল থেকে তরুণীর লাশ উদ্ধার, ক‌থিত স্বামী পলাতক

পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর কুয়াকাটার একটি আবাসিক হোটেলের রুম থেকে রিসিতা নামের এক তরুণীর লাশ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ। মঙ্গলবার ভোরে সমুদ্র সৈকত কুয়াকাটার হোটেল হলিডে ইনের ‍রুম থেকে ওই লাশ উদ্ধার করে পুলিশ। ত‌বে তার স্বামী প‌রিচয়কারী আবদুর রাজ্জাক পলাতক র‌য়ে‌ছে।

মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মাহবুবুর রহমান জানান, ভোরে হোটেল হলিডে ইনের ‍রুম থেকে রিসিতা নামের এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও জানান, হোটেল এনট্রি থেকে রিসিতা নাম জানা গেছে। সেখা‌নে তার স্বামী প‌রিচয় দেয়া হ‌য়ে‌ছে আবদ‌ুর রাজ্জাক। কিন্তু ভোর থে‌কে সে পলাতক থাকায় পু‌রো বিষয়‌টি নি‌য়ে স‌ন্দেহ সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। ত‌বে মৃ‌তের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে ব‌লেও ও‌সি জানান।

Exit mobile version