Site icon Jamuna Television

ঢাকা সিটি নির্বাচন সুষ্ঠু হয়নি অভিযোগে ইশরাকের পিটিশন

সদ্য শেষ হওয়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু হয়নি এমনটা উল্লেখ করে দক্ষিণ সিটি নির্বাচন বাতিলে পিটিশন দাখিল করেছেন বিএনপি’র মেয়র প্রার্থী ইশরাক হোসেন।

মঙ্গলবার সকালে ঢাকা যুগ্ম জেলা জজ আদালত-১ এ আইনজীবীদের সঙ্গে নিয়ে পিটিশন দাখিল করেন তিনি। এতে প্রধান নির্বাচন কমিশনার, রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম’সহ আটজনকে বিবাদী করা হয়েছে।

পরবর্তীতে পিটিশনের শুনানি হবে বলে জানা গেছে। গত ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়।

এরআগে গতকাল একই অভিযোগে পিটিশন দাখিল করেন ঢাকা উত্তরের বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।

Exit mobile version