Site icon Jamuna Television

বেসরকারি টেলিভিশনকে শিল্প হিসেবে ঘোষণা করতে সরকারকে আইনী নোটিশ

বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোকে শিল্প হিসেবে ঘোষণা করতে সরকারকে আইনী নোটিশ পাঠিয়েছেন সুপ্রিমকোর্টের আইনজীবী একলাছ উদ্দিন ভূইয়া।

আগামী ৭ দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য কেবিনেট সচিব, তথ্য সচিব, শিল্প সচিব, আইন সচিব ও বিটিআরসির চেয়ারম্যানকে এই নোটিশ দেয়া হয়। নোটিশে উল্লেখ করা হয়, জাতীয় অর্থনীতিতে বেসরকারি টিভি চ্যানেলের অনেক অবদান। তাই সেবা খাতটিকে শিল্প হিসেবে স্বীকৃতি দিলে এই সেক্টরে আরো উন্নতি হবে।

নোটিশে আরও বলা হয়, বেসরকারি চ্যানেলগুলো সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরে যা সমাজ বিনির্মাণে মূল্যবান ভূমিকা পালন করে।

Exit mobile version