Site icon Jamuna Television

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের দাবিতে বিক্ষোভ

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ করেছে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৩৭ হাজার চাকরি প্রার্থী।

সকাল থেকে বিভিন্ন জেলা থেকে আসা এসব প্রার্থীরা রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে মানববন্ধনের পাশাপাশি বিক্ষোভ প্রদর্শন করেছেন।

অতীতের মতো প্যানেল গঠন করে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের দ্রুততম সময়ের মধ্যে প্রাথমিকে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ দেয়ার দাবি জানিয়েছেন তারা।

এসময়, বক্তারা মুজিববর্ষের উপহার হিসেবে তাদের নিয়োগ দিয়ে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করতে প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানান।

Exit mobile version