Site icon Jamuna Television

পাকিস্তানের পর এবার ফিলিস্তিনের ওপর ক্ষেপেছেন ট্রাম্প

পাকিস্তানের পর এবার ফিলিস্তিনেও অর্থসাহায্য বন্ধের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়া নিয়ে চলমান বিতর্কের মধ্যেই এ ঘোষণা দেন তিনি।

এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, ফিলিস্তিনকে দীর্ঘদিন ধরে শত-কোটি ডলারের অনুদান দিয়ে আসছে যুক্তরাষ্ট্র; কিন্তু বিনিময়ে শ্রদ্ধা বা ন্যূনতম কৃতজ্ঞতা থেকেও বিরত থেকেছে ফিলিস্তিনিরা।

ট্রাম্পের অভিযোগ, ইসরায়েলের সাথে শান্তি আলোচনাকে ফিলিস্তিনিরাই বাধাগ্রস্ত করছে। তাই ফিলিস্তিনকে কোনোভাবে সহযোগিতার ব্যাপারে যুক্তরাষ্ট্র আর আগ্রহী নয় বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে, ফিলিস্তিনি শরণার্থীদের জন্য ত্রাণ ও পুনর্বাসন কর্মসূচিতে অর্থবরাদ্দ বন্ধের হুমকি দেন জাতিসংঘের মার্কিন প্রতিনিধি নিকি হ্যালি।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version