Site icon Jamuna Television

সাবেক এমপি আউয়াল ও তার স্ত্রীর জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

পিরোজপুর প্রতিনিধি
দুর্নীতির মামলায় সাবেক এমপি আউয়াল ও তার স্ত্রী লায়লা পারভীনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন পিরোজপুর জেলা দায়রা ও জজ আদালত। জামিনের মেয়াদ শেষ হলে সাবেক এমপি আউয়াল ও তার স্ত্রী লায়লা পারভীন আজ পিরোজপুর জেলা দায়রা ও জজ আদালতে হাজির হলে আদালত দুদকের দায়ের করা ৩ টি মামলার ২ টিতে জামিন মঞ্জুর ও ১ টিতে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মঙ্গলবার দুপুরে পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবদুল মান্নান তাদের জামিন বাতিলের ও কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ রায়ের পর থেকেই সাবেক এমপি আউয়ালের সমর্থকেরা শহরজুড়ে টায়ার জ্বালিয়ে ও গাছ ফেলে সড়ক অবরোধে সৃষ্টি করে।

এদিকে আউয়াল দম্পতির জামিন বাতিল করায় জেলা আইনজীবী সমিতি তাদের সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। জেলা ব্যবসায়ী সমিতি তাদের সব দোকানপাট বন্ধ রেখেছে। শহর জুড়ে চলছে বিক্ষোভ মিছিল। বন্ধ রয়েছে বাস ও ফেরি চলাচল ।

Exit mobile version