Site icon Jamuna Television

ভেড়ামারায় ‘বন্দুকযুদ্ধে’ ১৪ মামলার আসামি নিহত

কুষ্টিয়ার ভেড়ামারায় পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ ১৪ মামলার আসামি মোহন আলী (৩৫) নিহত হয়েছে। গত রাত ৩ টার দিকে ভেড়ামারা উপজেলার কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের পাশে এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে । নিহত মোহন আলী পার্শ্ববর্তী দৌলতপুর উপজেলার দৌলতখালি গ্রামের তৌহিদুল ইসলাম হাদুর ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৪টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজালাল জানান, গতকাল কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয় । এসময় তার নাম-পরিচয় জানা না গেলেও ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয় । পরে খোঁজ নিয়ে জানা যায় নিহত ব্যক্তি দৌলতপুর উপজেলার দৌলতখালি গ্রামের তৌহিদুল ইসলাম হাদুর ছেলে মোহন আলী । তার বিরুদ্ধে বিভিন্ন থানায় বিভিন্ন অভিযোগে ১৪ টি মামলা রয়েছে । নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি ।

Exit mobile version