Site icon Jamuna Television

টঙ্গীতে দেশিয় অস্ত্রসহ ১১ ছিনতাইকারী আটক

গাজীপুরের টঙ্গীর স্টেশনরোড এলাকা থেকে দেশিয় অস্ত্রসহ ছিনতাইকারী চক্রের ১১ সক্রিয় সদস্যকে আটক করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

মঙ্গলবার সকাল ৮টার দিকে স্টেশন রোড এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশিয় অস্ত্র, মোবাইলফোন উদ্ধার করে পুলিশ। আটককৃতরা সবাই টঙ্গী ও গাজীপুরের চিহ্নিত ছিনতাইকারী। এদের নামে গাজীপুরের বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

এছাড়াও, ছিনতাইকারীরা গাজীপুরের বিভিন্ন থানা ও মহানগরীর সংঘবদ্ধ প্রতারক ও ছিনতাইকারী চক্রের সদস্য। ইতোপূর্বে অনেক নিরীহ লোককে অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাইয়ের কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে তারা।

Exit mobile version