Site icon Jamuna Television

দেশের সব হাসপাতালে করোনাভাইরাস সতর্কতায় আইসোলেশন বিভাগ খোলার তাগিদ

৬৪ জেলায় সরকারি হাসপাতালগুলোর পাশাপাশি দেশের সব বেসরকারি হাসপাতালেও করোনাভাইরাস সতর্কতায় আইসোলেশন বিভাগ খোলার তাগিদ দিয়েছে আইইডিসিআর। দেশের যেকোন জায়গা থেকে নমুনা নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে ভাইরাস শনাক্ত করা যাবে বলে জানিয়েছেন সংস্থাটির পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

দিনের সংবাদ সম্মেলনে সেব্রিনা বলেন, বিদেশ থেকে এসে হোটেলে অবস্থান করা ট্রানজিট যাত্রী ও কেবিন ক্রুদের স্ক্রিনিংয়ের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে এখন থেকে। যেকোন পরিস্থিতিতে যোগাযোগের জন্য খোলা হয়েছে হটলাইন নম্বর, হোটেলগুলোকে দেয়া আছে আলাদা নির্দেশনা।

সেব্রিনা ফ্লোরা বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে আইইডিসিআর। সরকারি-বেসরকারি পর্যায়ে প্রতিদিনই চলছে ভিডিও কনফারেন্স। করোনাভাইরাস পরীক্ষায় আইইডিসিআর আরও তৎপর-নিখুঁত বলে আশ্বস্থ করেন সংস্থাটির পরিচালক।

Exit mobile version