Site icon Jamuna Television

আবারও সিরিয়ার যুদ্ধবিমান ভূপাতিত করলো তুরস্ক

আবারও সিরিয়ার এল-৩৯ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে তুরস্ক। মঙ্গলবার ইদলিব প্রদেশে তুর্কি এফ-১৬ জেট বিমানের আঘাতে এল-৩৯ যুদ্ধবিমানটি ভূপাতিত হয়। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটি ভূপাতিত করা ‘অপারেশন স্প্রিং শিল্ড’র একটি অংশ।

তুরস্কের দাবি, গত ২৪ ঘণ্টায় অপারেশন স্প্রিং শিল্ডের আওতায় ৩২৭ সিরিয়ান সেনাকে হত্যা করা হয়েছে। এছাড়া একটি যুদ্ধবিমান, একটি ড্রোন, ছয়টি ট্যাংক, পাঁচটি রকেট লঞ্চার এবং ২টি বিমান বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করার দাবি করেছে তুরস্ক।

এর আগে, রোববার সিরিয়ার ইদলিবে আসাদ বাহিনীর দুটি সুখোই-২৪ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে তুরস্ক। মন্ত্রণালয়ের লিখিত বিবৃতিতে বলা হয়েছিল, আমাদের বিমানে হামলার পরেই আসাদ সরকারের দুটি সুখোই যুদ্ধবিমান-২৪ ভূপাতিত করা হয়েছে।

২৭ ফেব্রুয়ারি তুর্কি বাহিনীর ওপর হামলায় ৩৪ সেনা নিহত হয়েছে। এছাড়া এ হামলায় কয়েক ডজন সেনা আহত হয়েছেন। এই প্রতিশোধ নিতেই আঙ্কারা গত রোববার সিরিয়ার ইদলিবে ‘অপারেশন স্প্রিং শিল্ড’ পরিচালনার ঘোষণা দেয়।

Exit mobile version