Site icon Jamuna Television

কলা গাছের ছায়া নিয়ে বড় ভাইকে পিটিয়ে হত্যা

কলাপাতার গাছের ছায়া নিয়ে বিরোধে রংপুরের মিঠাপুকুরের বালারহাটের সংগ্রামপুরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে গুরুতর আহত বড় ভাই অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আফসার আলী মঙ্গলবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার বিকেলে ওই এলাকার মৃত মমিন উদ্দিন এর ছোট পুত্র দেলোয়ার হোসেনের জমিতে বড়পুত্র সাবেক পুলিশ সদস্য আফসার আলীর কলা গাছের ছায়া পড়ে। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে বড় ভাই আফসার আলীকে লাঠি দিয়ে পেটাতে থাকে ছোট ভাই দেলোয়ার। তার সাথে যোগ দিয়ে পেটাতে থাকেন দেলোয়ারের স্ত্রী রেখা এবং পুত্রবধূ আতিকা। এতে গুরুতর আহত হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান।

ঘটনার পরপরই পালিয়ে গেছে ছোট ভাই দেলোয়ার ও তার পরিবারের সদস্যরা। এ ঘটনায়
নিহতের পরিবারের সদস্যরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

Exit mobile version