Site icon Jamuna Television

চেলসির কাছে হেরে লিভারপুলের বিদায়

চেলসির কাছে হেরে এফএ কাপের রাউন্ড অব সিক্সটিন থেকে বিদায় নিয়েছে লিভারপুল। স্ট্যামফোর্ড ব্রিজে ২-০ গোলে হেরেছে অলরেডরা।

কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে ম্যাচের শুরু থেকেই দাপট ছিলো লিভারপুলের। তবে ১৩ মিনিটেই স্বাগতিকদের আনন্দে ভাসান উইলিয়ান। তার শট গোলরক্ষক আদ্রিয়ানের হাত-ফসকে জালে জড়ালে এগিয়ে যায় চেলসি। এরপর আক্রমণ চালিয়েও গোলের দেখা পায়নি লিভারপুল। দ্বিতীয়ার্ধেও চলে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই। মেশন মাউন্টের নেয়া ফ্রি কিক ক্রসবারে লেগে ফিরে আসলে ব্যবধান দ্বিগুন করা হয়নি ব্লুজের। অবশ্য মিনিট পাঁচেক পর পাল্টা আক্রমণ থেকে রস বার্কলির গোলে ২-০ গোলের জয় নিশ্চিত হয় চেলসির। আর রাউন্ড অব সিক্সটিন থেকে বিদায় নেয় লিভারপুল।

Exit mobile version