Site icon Jamuna Television

আশুগঞ্জে ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ডিউটিরত অবস্থায় ট্রাক চাপায় সৈয়দ হোসেন (৫৮) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছে।

বুধবার ভোরে আশুগঞ্জ উপজেলার খড়িয়ালা বাসস্ট্যান্ড এর পূর্বপাশে মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত সৈয়দ হোসেন আশুগঞ্জ থানায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। সে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার পূর্ব কোদালা এলাকার মীর আহাম্মদ এর ছেলে।

এই ব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাহমুদ জানান, রাতে উপ-পরির্দশক (এস.আই) জহিরুল ইসলামসহ পুলিশ কনস্টেবল সৈয়দ হোসেন, হিমেল বড়ুয়া, আবুল হাসনাত ও ড্রাইভার আবুল কালাম পুলিশ ভ্যান নিয়ে রাত্রীকালীন (মোবাইল-২) রনপাহাড়ায় আশুগঞ্জ টোলপ্লাজা হতে বগইর মোজাহিদ পেট্রোল পাম্প পর্যন্ত ডিউটি করার জন্য বের হন। ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের খড়িয়ালা বাসস্ট্যান্ড এলাকায় প্রকৃতির ডাকে সাড়া দিতে রাস্তার পাশের একটি মসজিদে যাওয়ার পথে মহাসড়ক পার হওয়ার সময় একটি মালবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে কনস্টেবল সৈয়দ হোসেন ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সৈয়দ হোসেনকে চাপা দিয়ে বেপরোয়া ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ার কারণে ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি।

Exit mobile version