Site icon Jamuna Television

শ্রীমঙ্গলে জরুরি অবতরণকালে হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত

বৈরি আবহাওয়ার কারণে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার জরুরি অবতরণের সময় ক্ষতিগ্রস্ত হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর’র পরিচালক রাশিদুল হাসান জানান, ২১ জন আরোহী নিয়ে সকালে বিমান বাহিনীর হেলিকপ্টার এম আই সেভেনটিন ঢাকা থেকে রওনা হয়। সিলেটের কাছাকাছি ঘন কুয়াশার কবলে পড়লে পাইলট জরুরি অবতরণের চেষ্টা করে। এসময় শ্রীমঙ্গল বিজিবির কম্পাউন্ডে অবতরণের সময় ৪ জন সামান্য আহত হয়। তবে আরোহীরা সবাই নিরাপদে আছেন বলে জানিয়েছে আইএসপিআর।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version