Site icon Jamuna Television

সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদনের ওপর শুনানি করেননি হাইকোর্ট

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন ওপর শুনানি করেননি হাইকোর্ট।

সকালে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চে এই শুনানি হবার কথা ছিল। শুরুতেই, বিচারকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতিবেদন আদালতে উত্থাপনের আগে কীভাবে র‍্যাবের অগ্রগতি প্রতিবেদন মিডিয়ার হাতে গেলো? অন্যদিকে, রাষ্ট্রপক্ষ, এই শুনানির এখতিয়ার নিয়েই প্রশ্ন তোলেন। এই অবস্থায় মামলাটির শুনানি না করে তা কার্যতালিকা থেকে বাদ দেন সংশ্লিষ্ট বেঞ্চ।

এর আগে গত সোমবার এই হত্যা মামলার তদন্ত কর্মকর্তা হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সর্বশেষ অগ্রগতি প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনে বলা হয়, সাগর-রুনি হত্যাকাণ্ডের ঘটনায় দু’জন অপরিচিত যুবক ডিএনএ’র প্রমাণ মিলেছে।

Exit mobile version