Site icon Jamuna Television

টঙ্গীর তুরাগ নদ থেকে যুবকের লাশ উদ্ধার

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদ থেকে ভাসমান অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পশ্চিম থানা পুলিশ। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে নগরীর প্রত্যাশা ব্রিজ সংলগ্ন নদ থেকে লাশটি উদ্ধার করা হয়। তাঁর নাম-পরিচয় জানা যায়নি। নিহতের পরনে কালো প্যান্ট ও লাল রং এর গেঞ্জি রয়েছে।

ওই যুবকের বয়স আনুমানিক ২৫ বছর। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পশ্চিম থানা পুলিশের পরিদর্শক মো.এমদাদুল হক জানান, নিহত যুবক হয়তো একদিন আগে মারা গেছেন। সুরতহাল প্রতিবেদনে মৃত ব্যাক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। পরিচয় শনাক্তের জন্য আঙুলের ছাপ নেওয়া হয়েছে। এ ছাপ পুলিশের ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) মাধ্যমে পরীক্ষা করে তাঁর পরিচয় শনাক্ত করা হবে।

Exit mobile version