Site icon Jamuna Television

গরু চুরিতে বাধা দেওয়ায় কৃষককে কুপিয়ে হত্যা

জামালপুরে গরু চুরিতে বাধা দেওয়ায় শরাফত আলী নামে এক কৃষককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার ভোরে সদর উপজেলার ইটাইল ইউনিয়নের রুহিলি বোয়ালমারীতে এঘটনা ঘটে।

পুলিশ জানায়, ভোরে রুহিলি বোয়ালমারী গ্রামের মৃত জবেদ আলীর ছেলে শরাফত আলীর বাড়িতে গরু চুরি করতে যায় একদল চোর। এসময় গরু চোরদের প্রতিহত করতে গেলে চোরের দল ছুরি দিয়ে শরাফত আলীর পিঠ ও হাতসহ শরীরের বিভিন্ন স্থনে এলোপাথাড়ি কোপালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয়রা এসে কোরবান আলী নামে ময়মনসিংহের কুষ্টিয়ারচর গ্রামের এক চোরকে আটক করে পুলিশে সোপার্দ করে।

কোরবান আলীর দেওয়া তথ্য অনুযায়ী নিহত শরাফতের প্রতিবেশী সুরুজ আলীকে আটক করে পুলিশ। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

Exit mobile version