Site icon Jamuna Television

করোনা আতঙ্কে ইরানে ৫৪ হাজার বন্দীকে মুক্তি

জনাকীর্ণ কারাগারে করোনাভাইরাস ছড়িয়ে পরার আশঙ্কায় ইরান সাময়িকভাবে ৫৪,০০০ এর বেশি বন্দিকে মুক্তি দিয়েছে। বিচার বিভাগের মুখপাত্র গোলাম হোসেইন ইসমাইলি সাংবাদিকদের বলেন, কোভিড-১৯ স্বাস্থ্য পরীক্ষায় যারা নেতিবাচক সেই সব বন্দীদের কারাগার ছাড়ার অনুমতি দেওয়া হয়েছিল। তবে পাঁচ বছরের বেশি সাজা প্রাপ্ত বন্দীদের ছাড় দেওয়া হবে না। খবর বিবিসি

এদিকে কারাগারে আটক ব্রিটিশ-ইরানি দাতব্য কর্মী নাজনীন জাঘরি-র‌্যাটক্লিফকে শিগগিরই মুক্তি দেওয়া হতে পারে বলে এক ব্রিটিশ সাংসদ জানিয়েছেন।

এমপি টিউলিপ সিদ্দিক বলেন, মিসেস নাজনীন আজ বা কালই সাময়িক মুক্তি পেতে পারে। তবে স্বামী শনিবার বলেছিলেন যে, নাজানিন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারে।

সোমবার ইসমাইলি এ অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, নাজানিনের সঙ্গে তার পরিবারের সদস্যদের নিয়মিত যোগাযোগ ছিল। তিনি তাদেরকে তার স্বাস্থ্য ভালো বলে আশ্বস্ত করেছিলেন।

গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পরে ২০১৬ সাল থেকে পাঁচ বছরের জন্য কারাবরণ করছেন নাজনীন।

ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া নতুন এই ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা এরই মধ্যে ৯০ হাজার ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ২০২ জনে।

Exit mobile version