Site icon Jamuna Television

বাড়িতে ঢুকে দশম শ্রেণীর ছাত্রীকে হত্যা, আটক দুই

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে শ্রাবণী বর্মন (১৫) নামে দশম শ্রেণীর এক ছাত্রীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যার পর সদর উপজেলা আকচা ইউনিয়নের পল্টন আশ্রম পাড়া গ্রামে ওই ছাত্রীর নিজ বাড়ির শয়নকক্ষে তাকে হত্যা করা হয়। শ্রাবণী বর্মন আশ্রম পাড়া গ্রামের ভবেশ চন্দ্র বর্মনের মেয়ে এবং সে পৌর শহরের সিএম আইয়ুব বলিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। এঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে আটক করেছে পুলিশ।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার শেখ আবু তাহের আব্দুল্লা জানান, সন্ধ্যার পর শ্রাবনীর মা সুমিত্রা বর্মন বাড়ির পাশে এক আত্মীয়ের বাড়িতে ঘুরতে যায়। এসময় বাড়িতে শ্রাবনী বর্মন ও তার দাদু ননী বর্মন ছিলো। দাদু ননী বর্মন বয়স্ক এবং অসুস্থ ছিলেন, তিনি অসুস্থতার জন্য দীর্ঘদিন চলাফেরা ও কথা বলতে পারছিলেন না। এই সুযোগকে কাজে লাগিয়ে শ্রাবনীকে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এই হত্যার সাথে কে বা কারা জড়িত তা এখনই তদন্তের স্বার্থে বলা সম্ভব হচ্ছে না। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে আটক করা হয়েছে। পুলিশ হত্যাকারীদের ধরতে কাজ করছে এবং মামলার প্রস্তুতি চলছে।

Exit mobile version