Site icon Jamuna Television

করোনায় মৃত লাশের ছবি প্রকাশ করায় এক ইরানি আটক

কুয়ামের যেখানে লাশ গোসল করানো হয়,সেখানের একটি ভিডিও প্রকাশ করায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ইরানি কর্তৃপক্ষ। মূলত শিয়া ধর্মের পবিত্র এই স্থান থেকেই দেশটিতে প্রাণঘাতী এই ভাইরাস ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা গেছে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া বহু লোকের মরদেহ কবর দেয়ার অপেক্ষায় রয়েছে। এসব লাশ গোসল করানো হয়েছে। (খবর আল-আরাবিয়াহ)

ভিডিওর ওই ব্যক্তি বলেন, এই স্তূপ করে রাখা লাশগুলোর দিকে তাকান। আপনি খেয়াল করলে দেখতে পাবেন, সেখানে করোনা ভাইরাসে আক্রান্ত বহু লাশ রয়েছে। গত ছয়দিন ধরে এভাবেই চলছে। সঠিকভাবে লাশগুলো কবর দেয়ার সক্ষমতাও তাদের নেই।

তিনি বলেন, ইরানি কর্তৃপক্ষ ও গণমাধ্যম যা বলছে, সমস্যা তার চেয়েও অনেক বেশি। শহরটিতে প্রতিদিন ডজন ডজন লোক করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন।

বুধবার ইরানি কর্তৃপক্ষ বলেছে, নতুন করোনা ভাইরাসে দেশটিতে ৯২ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন দুই হাজার ৯২২ জন।

Exit mobile version