Site icon Jamuna Television

জুয়া খেলার বিরুদ্ধে আইনি ব্যবস্থার নির্দেশনা আপিল বিভাগে স্থগিত

জুয়া খেলার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হাইকোর্টের দেয়া রায়ের একটি নির্দেশনা স্থগিত করেছেন আপিল বিভাগ। এর ফলে ক্লাবগুলোতে যখন তখন আইনশৃঙ্খলা বাহিনী আর অভিযান চালাতে পারবে না। তবে জুয়াকে অবৈধ ঘোষণা করে দেয়া রায় বহাল থাকবে। এ স্থগিতাদেশ মহানগর এলাকার ক্লাবগুলোর ক্ষেত্রে কার্যকর হবে।

প্রধান বিচারপতির নেতৃত্বধীন সাত সদস্যের আপিল বেঞ্চ এ স্থগিতাদেশ দেন। গেলো ১০ ফেব্রুয়ারি অর্থের বিনিময়ে ডায়েস, হাউজি, কার্ডস, ফ্ল্যাশ, ওয়ান-টেন, চড়চড়ি, ওয়ান-এইট ও নিপুণ এর মতো খেলা বেআইনি ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। রায়ে অর্থের বিনিময়ে, বাজি ধরে বা অন্য কোনোভাবে ভাগ্যের ওপর নির্ভর এসব খেলা আয়োজন বেআইনি ঘোষণা করা হয়। দেশের পাঁচ জেলার ১৩টি ক্লাবে অর্থের বিনিময়ে হাউজি, ডায়েস ও কার্ডের মতো অভ্যন্তরীণ খেলার আয়োজন নিয়ে করা এক রিটের পরিপ্রেক্ষিতে এ রায় দেয়া হয়েছিলো। হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আপিল করেছিল ঢাকা ও গুলশান ক্লাব।

Exit mobile version