Site icon Jamuna Television

চট্টগ্রামে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই; ১১ জন আটক

চট্টগ্রামে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই ও ডাকাতিতে জড়িত অভিযোগে ১১ জনকে আটক করেছে পুলিশ।

সকালে সিএমপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গতকাল নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় ডিবি পুলিশের জ্যাকেট, খেলনা পিস্তল, হ্যান্ডক্যাপ, দুটি মোটর সাইকেল, একটি সিএনজি অটোরিকশা ও ডাকাতির প্রায় ৩২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। চক্রের সদস্যরা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সামনে ওৎ পেতে থাকতো। পরে সুযোগ বুঝে পকেটে মাদক ঢুকিয়ে মামলা দেয়ার ভয় দেখিয়ে সাধারণ মানুষের টাকা হাতিয়ে নিতো বলে জানায় পুলিশ।

Exit mobile version