Site icon Jamuna Television

করোনা ভাইরাস ঠেকাতে কি ব্যবস্থা, জানতে চাইলেন হাইকোর্ট

দেশে করোনা ভাইরাস ঠেকাতে কি ব্যবস্থা নেয়া হয়েছে সোমবারের মধ্যে জানাতে মৌখিক আদেশ দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার সকালে বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

বিশ্বজুড়ে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার বিষয়টি আদালতের নজরে আনলে আদালত এই মৌখিক আদেশ দেন। পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয়, বিমানবন্দর, স্থলবন্দর, নৌবন্দরে পরীক্ষা করার সক্ষমতা আছে কিনা তাও খতিয়ে দেখার নির্দেশ দেন আদালত। এছাড়াও করোনাভাইরাস সনাক্তে প্রয়োজনীয় সরঞ্জাম লাগবে সে বিষয়ে জানতে চেয়ে করোনাভাইরাস নিয়ে কোন গুজব বা নেতিবাচক খবর প্রকাশ না করা হয়; সে বিষয়েও সতর্ক করেন আদালত।

Exit mobile version