Site icon Jamuna Television

‘করোনাভাইরাসের চিকিৎসায় কুয়েত মৈত্রী হাসপাতালকে বিশেষভাবে প্রস্তুত রাখা হয়েছে’

করোনাভাইরাসের চিকিৎসায় কুয়েত মৈত্রী হাসপাতালকে বিশেষভাবে প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন আইইডিসিআর পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। দেশের সব সরকারি হাসপাতালে আলাদা ইউনিট খোলা হয়েছে বলেও জানান তিনি।

দুপুরে মহাখালীতে ব্রিফিংয়ে তিনি জানান, বিশ্বে ৯৩ হাজার ৯০ জন করোনায় আক্রান্ত এবং নতুন করে আক্রান্তের সংখ্যা ২ হাজার ২৩ জন।

এদিকে সিংগাপুরে আক্রান্ত বাংলাদেশীদের অবস্থা অপরিবর্তিত বলে জানান তিনি। চীনের পরিস্থিতি প্রতিনিয়ত উন্নত হচ্ছে বলেও ব্রিফিংয়ে জানানো হয়।

অপরদিকে বাংলাদেশে ১০৪ জনকে করোনা সংক্রান্ত ১০৫টি পরীক্ষা হয়েছে। তবে তাদের কারো নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়নি বলে জানান তিনি।

Exit mobile version