Site icon Jamuna Television

মুন্সিগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ৭ জন গুলিবিদ্ধ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সিগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ৭ জন গুলিবিদ্ধ হয়েছে।

পুলিশ জানায়, মোল্লাকান্দি ইউপি চেয়ারম্যান মহসিনা হক কল্পনার সাথে দীর্ঘদিন ধরে সদর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিপন পাটোয়ারীর বিবাদ চলছে। এর জেরে বুধবার সকালে সদর উপজেলার আমঘাটা এলাকায় দুই নেতার সমর্থকরা সংঘর্ষে জড়ায়। সংঘর্ষ চলাকালীন সময়ে শতাধিক ককটেল বিস্ফোরণ, গুলিবর্ষণ ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে।

সংঘর্ষের পর পুলিশ একটি বিদেশি বন্দুক উদ্ধার করেছে। গুলিবিদ্ধ ৭ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version