Site icon Jamuna Television

১৮০০ সালের ৩২ রোপ্য মুদ্রা উদ্ধার

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা থেকে রানী ভিক্টোরিয়ার ছবি সম্বলিত ১৮০০ খ্রিস্টাব্দের বিভিন্ন সময়ের ৩২টি প্রাচীন রোপ্য মুদ্রা উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে নয়টার দিকে গোপন সংবাদের ভিত্ততে মুদ্রাগুলো উদ্ধার করে উল্লাপাড়া থানা পুলিশ। পড়ে বৃহস্পতিবার দুপরে সংবাদ সম্মেলনে এ কথা জানান, সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার হাসিবুল আলম।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার হাসিবুল আলম বলেন, উল্লাপাড়া উপজেলার নিশিপাড়া গ্রামে বাবুল মৃধার বাড়ি নির্মাণের সময় ৪ জন নির্মাণ শ্রমিক এই ৩২টি মুদ্রা পায়। বিষয়টি তারা বাড়ির মালিকে না জানিয়ে ৪ জন মিলে ভাগ করে নেন। পড়ে বিষয়টি পুলিশ জানতে পেয়ে ঐ ৪ জন শ্রমিকের কাছ থেকে মুদ্রাগুলো উদ্ধার করে।

তিনি আরো জানান, দুই ধরনের ক্যাটাগরির মোট ৩২ মুদ্রা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ৩টি মুদ্রার গায়ের একপাশে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়ার রুপি, ২৯ টি মুদ্রার গায়ে রানী ভিক্টোরিয়ার ছবি সম্বলিত ও ভিক্টোরিয়া কুইন ও ভিক্টোরিয়া ইমম্প্রেস লেখা আছে।

Exit mobile version