Site icon Jamuna Television

কুয়াকাটায় হোটেলে খুন হওয়া তরুণী আগৈলঝাড়ার ইশিতা

বরিশাল ব্যুরো

পর্যটন এলাকা পটুয়াখালীর কুয়াকাটায় একটি আবাসিক হোটেলে খুন হওয়া তরুণীর পরিচয় মিলেছে। তার নাম ইশিতা কর (১৭)। তিনি বরিশালের আগৈলঝাড়া উপজেলার বারপাইকা গ্রামের নিপুন করের মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন আগৈলঝাড়া থানার ওসি আফজাল হোসেন।

ইশিতা কালিকিনি উপজেলার ডাসার সরকারি শেখ হাসিনা মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। ২৯ ফেব্রুয়ারি পরীক্ষা দেয়ার জন্য কলেজের উদ্দেশ্যে বাসা বের হন তিনি। এরপর থেকেই নিখোঁজ। ৩ মার্চ কুয়াকাটার আবাসিক হোটেল হলিডে ইন এর ১০৮ নম্বর কক্ষ থেকে তার লাশ উদ্ধার হয়।

পটুয়াখালীর মহিপুর থানার ওসি মো. মনিরুজ্জামন জানান, ইশিতা ও আব্দুর রাজ্জাক নামে দু’জন স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে ওঠে। ইশিতাকে খুন করে পালিয়ে যায় কথিত স্বামী রাজ্জাক। ইশিতার মোবাইলের কল লিস্টের সূত্র ধরে তদন্তে নামে পুলিশ। ইশিতার বাবা নিপুন করকে খুজেঁ বের করলে মেয়ের ছবি দেখে পরিচয় নিশ্চিত করেন তিনি।

ইশিতার পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, যশোরের কেশবপুর উপজেলার বাসিন্দা ড্রেজার চালক আব্দুর রাজ্জাক সরদার প্রেমের ফাঁদে ফেলে ইশিতাকে।

Exit mobile version