Site icon Jamuna Television

৭ মাস পর সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নিষেধাজ্ঞা প্রত্যাহার জম্মু-কাশ্মিরে

বিশেষ রাজ্যমর্যাদা বাতিলের প্রায় ৭ মাস পর ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলো জম্মু-কাশ্মিরে।

বুধবার রাত থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের এই ঘোষণা দেয় কেন্দ্রীয় সরকার। জানুয়ারি থেকে টুজি ইন্টারনেটের পুন:সংযোগ দেয়া হয়।

এরপর নির্ধারিত ৩০০টি ওয়েবসাইট ব্যবহারের অনুমতি দেয় মোদি প্রশাসন। তালিকায় শুধুমাত্র চাকুরি, ভ্রমণ এবং শিক্ষাবিষয়ক ওয়েবসাইট রাখা হয়। ৩৭০ ধারা বাতিলের পরপরই অবরুদ্ধ করে রাখা হয় জম্মু-কাশ্মির। গৃহবন্দী করা হয় রাজনৈতিক নেতাদের।

কেন্দ্রীয় সরকার জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই কড়াকড়ি আরোপ করা হয় ইন্টারনেট ব্যবহারের ওপর। তবে পরিস্থিতি এখন শান্ত হওয়ায় নিষেধাজ্ঞা সরিয়ে নেয়া হলো সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর থেকে।

Exit mobile version