Site icon Jamuna Television

করোনা আতঙ্কে সফর বাতিল করলেন দীপিকা

সম্প্রতি চীনের উহান শহর থেকে বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। আক্রান্ত হয়েছে প্রায় লাখ মানুষ। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে তিন হাজারেরও বেশি মানুষের। ইউরোপে এই অবস্থা ভয়াবহ হওয়ায় প্যারিসে চলা ফ্যাশন উইকে অংশগ্রহণ বাতিল করলেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন।

গতকাল সমাপনী আয়োজনে তার উপস্থিত থাকার কথা ছিল। এ তথ্য নিশ্চিত করেছেন দীপিকার ম্যানেজার।

উল্লেখ্য, ইউরোপে ইতালির পরে ফ্রান্সেই ইতোমধ্যে ২০০ জন নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। যার ভেতরে মৃত্যুবরণ করেছেন ৪ জন। অপরদিকে বিশ্ব স্বাস্থ সংস্থার তথ্যমতে এখন পর্যন্ত গোটা বিশ্বে আক্রান্তের সংখ্যা ৯৪ হাজার। আর এতে মারা গেছেন ৩২০০ জন।

Exit mobile version