Site icon Jamuna Television

ব্রাসেলস সফর স্থগিত করলেও ঢাকা আসছেন মোদি

আগামি ১৭ই মার্চ ‘মুজিব বর্ষ’ উদযাপনে অংশ নিতে বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ বৃহস্পতিবার ভারতের বিদেশ বিষয়ক মন্ত্রনালয়ের মুখপাত্র রবীশ কুমার সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান।

মিডিয়া ব্রিফিংয়ে রাবিশ কুমার আরো বলেন, পর্যায়ক্রমে প্রধানমন্ত্রী মোদির সফর সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হবে। একইসাথে মোদির সম্প্রতি বেলজিয়াম সফর স্থগিত হওয়ার কথাও জানান তিনি। আগামী ১৩ মার্চ বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইই্উ’র সাথে ভারতের শীর্ষ সম্মেলনে যোগ দিতে যাওয়ার কথা ছিল মোদির। তবে ব্রাসেলসের ওই সফরটি স্থগিত করার জন্য করোনাভাইরাসের প্রাদুর্ভাবকে দায়ী করছে ভারত সরকার।

এর আগে, করোনাভাইরাসের ভয়ে হোলি উৎসবেও যোগ না দেয়ার তথ্য জানিয়েছেন মোদি।

Exit mobile version