Site icon Jamuna Television

চুক্তি স্বাক্ষরের চারদিনের মাথায় তালেবানের উপর মার্কিন বিমান হামলা

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার ও যুদ্ধবন্ধের ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরের চারদিনের মাথায় তালেবান সদস্যদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

বুধবার দক্ষিনাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে এ হামলা চালানো হয়। আফগানিস্তানে মার্কিন বাহিনীর মুখপাত্র কর্নেল সনি লেগেট জানান, আফগান নিরাপত্তা বাহিনীর ওপর তালেবানের হামলার জবাবেই এই পদক্ষেপ।

সনি লেগেট জানান, ওয়াশিংটন শান্তির জন্য প্রতিশ্রুতিবদ্ধ, তাই তালেবানকেও শান্তিচুক্তির প্রক্রিয়া মেনে চলতে হবে বলেও জানান তিনি।

এরআগে মঙ্গলবার ও বুধবার নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায় তালেবান। যাতে সেনা ও পুলিশের অন্তত ৩০ সদস্যের মৃত্যু হয়।

Exit mobile version