Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার ও জিএসপি পুনর্বহাল চায় ঢাকা

মার্কিন বাজারে, সব ধরনের বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার চায় ঢাকা। এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা পুর্নবহালের দাবিও জানিয়েছে, বাংলাদেশ।

বৃহস্পতিবার দিনব্যাপী মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম- টিকফা’র দিনব্যাপী সভায় এ প্রস্তাব তুলে ধরা হয়।

সভায় বাংলাদেশ পক্ষে নেতৃত্ব দেন বাণিজ্য সচিব ড. জাফর উদ্দিন। আর মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে অংশ নেন সহকারী ইউএসটিআর ক্রিস্টোফার উইলসন।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আলোচনায় তুলে আনা হয়, তুলা সম্পর্কিত বিষয়াদি। এছাড়া কারখানায় শ্রমমান নিশ্চিতকরণ, বীমা খাতে বিদেশি বিনিয়োগ এবং চাল রফতানিতে ভর্তুকি প্রসঙ্গ। বৈঠকে বাণিজ্য এবং রাজস্ব খাতে সক্ষমতা বাড়াতে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দেয় যুক্তরাষ্ট্র।

এলডিসি অর্জনের ক্ষেত্রে চ্যালেঞ্জ মোকাবেলায় টিকফার মাধ্যমে বৈঠকে যুক্তরাষ্ট্রের সহায়তা চায় বাংলাদেশ। ২০১৩ সালের ২৫ ডিসেম্বর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে টিকফা চুক্তি সই হয়।

Exit mobile version