Site icon Jamuna Television

এসএমই ঋণের শতভাগ সুফল পাচ্ছেন না নারী উদ্যোক্তারা

ব্যাংকে তহবিল সংকট নেই, তারপরও নারী উদ্যোক্তাদের এসএমই ঋণের শতভাগ সুফল মিলছে না। এভাবে চললে, উন্নয়নশীল দেশ হবার লক্ষ্য অর্জনে পিছিয়ে পড়বে বাংলাদেশ।

বৃহস্পতিবার সকালে, এসএমই নারী উদ্যোক্তা সম্মেলনে এ কথা বলেন বক্তারা। এসময় আলাদা এসএমই ব্যাংক চালুর পরামর্শও দেন অনেকে।

বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ফজলে কবির বলেন, ২০২৪ সালের মধ্যে ব্যাংকগুলোর মোট ঋণের ২৫ ভাগই এসএমই খাতে দেওয়া হবে।

ব্যাংকাররা বলেন, নারী ব্যবসায়ীদের সাথে ব্যাংকের দূরত্ব বাড়ছে। কেননা, উদ্যোক্তাদের অনেকের দরকারি নথি নেই। কেউ আবার ব্যবসা করছেন বাড়িতে বসে। ফলে তারা ব্যাংকের অর্থায়ন পান না।

বক্তারা বলেন, চীন, সিঙ্গাপুর এমনকি প্রতিবেশি ভারতের অর্থনৈতিক উন্নয়নের বড় ভূমিকা রাখছে এসএমই ঋণ। তাদের খেলাপি হবার প্রবণতা নেই বললেই চলে।

Exit mobile version