Site icon Jamuna Television

চক্রবৃদ্ধি হারে সুদ নির্ধারণের কারণে খেলাপি ঋণ বাড়ছে: অর্থমন্ত্রী

চক্রবৃদ্ধি হারে সুদ হার নির্ধারণের কারণে দেশে খেলাপি ঋণ বাড়ছে। আর এতে শিল্পায়নের গতি কমছে। সুদ হার কমিয়ে আনতে উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে, বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

অর্থমন্ত্রী বলেন, সঞ্চয়পত্র করা হয়েছিল দরিদ্র এবং পেনশনভোগী মানুষের জন্য। কিন্তু এর অপব্যবহার হচ্ছে। ব্যাংকিং খাতে অটোমেশনের মাধ্যমে এটি সঠিক ধারায় নিয়ে আসা হয়েছে। প্রবৃদ্ধি হচ্ছে কিন্তু কর্মসংস্থান বাড়ছে না-এমনা সমালোচনারও জবাব দেন অর্থমন্ত্রী। জানতে চান, কর্মসংস্থান না বাড়লে প্রবৃদ্ধি হয় কিভাবে?

অর্থমন্ত্রী বলেন, ১০০ টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে। সেখানে তিন কোটি মানুষের কর্মসংস্থান হবে। বিশেষায়িত অঞ্চলে বিনিয়োগ বাড়ানোর জন্য সব ধরনের প্রণোদনার ব্যবস্থা রাখা হয়েছে।

অর্থনীতিবিদরা বলেন, রফতানি ও বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি কমছে। খেলাপি ঋণই ব্যাংকিং খাতের সবচেয়ে বড় সমস্যা।

Exit mobile version