Site icon Jamuna Television

ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার’র দ্বিতীয় সম্প্রচার সম্মেলন চলছে

ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি’র দ্বিতীয় সম্প্রচার সম্মেলন চলছে। অনুষ্ঠানটি সাংবাদিকরা নিজেদের মতো করে উদযাপন করছেন।

সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জাতীয় সংগীতের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। আনুষ্ঠানিকতা শুরুর পর থেকে বিভিন্ন সম্প্রচার মাধ্যমের সাংবাদিকরা এসে মিলিত হয়েছেন টিএসসিতে। পরস্পরের সাথে কুশল বিনিময় আড্ডায় মেতে উঠেছেন সবাই। সকালের প্রথম সেশনে অনুষ্ঠিত হচ্ছে কর্মী সুরক্ষা নীতি সংলাপ। সেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন তথ্য মন্ত্রী হাছান মাহমুদ। এছাড়াও বিকালে ২য় সেশনে অনুষ্ঠিত হবে শিল্প সুরক্ষা নীতি সংলাপ। যাতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল।

Exit mobile version