Site icon Jamuna Television

করোনা প্রতিরোধে কেমন মাস্ক পরবেন?

সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এই ভাইরাস থেকে বাঁচতে মাস্ক পরার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।
তবে এখন প্রশ্ন হলো– কেমন মাস্ক পরবেন? মাস্ক ব্যবহারেরও বেশ কিছু বিধিনিয়ম আছে।

করোনা প্রতিরোধে কেমন মাস্ক পরবেন তা আমরা অনেকেই জানি না। মাস্ক প্রয়োজন, মাস্ক কখন পরতে হবে— জানাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু। আসুন জেনে নিই কেমন মাস্ক পরবেন?

১. পরতে হবে ডিসপোজাল মাস্ক। নীল বা সবুজ রঙের ত্রিস্তরীয় মাস্ক, যা ওষুধের দোকানে মেলে, তেমন মাস্ক পরুন।

২. বাড়িতে করোনায় কেউ আক্রান্ত না হলে মাস্ক পরার প্রয়োজন নেই।

৩. বয়স অনুপাতে আয়তন বুঝে মাস্ক কিনুন। শিশুর সঙ্গে যে মাস্ক খাপ খায়, বয়স্কদের জন্য সে মাস্ক নয়; নাক ও মুখ ভালোভাবে ঢাকবে এমন মাস্ক পরুন।

৪. মাস্ক পরার আগে ভালো করে হাত-মুখ ধুয়ে নিন। অ্যালকোহল বেসড হ্যান্ডওয়াশ বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট মেশানো পানি ও সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন।

৫. মাস্ক পরার পর বারবার তাতে হাত দেবেন না। নইলে মাস্কে আটকে থাকা জীবাণু হাতে লেগে যাবে।

৬. পেছন দিক থেকে মাস্কের দড়ি বা ইলাস্টিক ব্যান্ড টেনে মাস্ক খুলুন।

৭. মাস্ক ভিজে গেলে সঙ্গে সঙ্গে তা বদল করুন। মুখ ঢাকা কোনো ডাস্টবিনে মাস্ক ফেলুন।

Exit mobile version