Site icon Jamuna Television

নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবল নিহত

বরিশাল ব্যুরো
বরিশালে নিজ অস্ত্রের গুলিতে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছে। আজ শুক্রবার সকালে জেলা পুলিশ লাইনে নবনির্মিত ৬ তলা ব্যারাক ভবনের ছাদে এ ঘটনা ঘটে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এটিকে আত্মহত্যা বলে জানিয়েছেন।

পুলিশ জানায়, ২১ বছর বয়সী নিহত পুলিশ কনস্টেবলের নাম হৃদয় চন্দ্র সাহা। তিনি ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার বাসিন্দা সুকন্ঠ সাহার ছেলে। ২ বছর ৩ মাস আগে পুলিশ বাহিনীতে যোগ দেয় হৃদয়।

পুলিশ আরও জানায়, বৃহস্পতিবার রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত হৃদয় সাহার ডিউটি ছিল ব্যারাক ভবনে। সকালের কোন এক সময় তিনি নিজ রাইফেলের গুলিতে সে আত্মহত্যা করে। তাকে খুঁজতে গিয়ে ছাদে তার লাশ দেখতে পায় সহকর্মীরা।

মৃত্যুর আগে হৃদয় তার বাবা ও ভাইকে উদ্দেশ্য করে দুটি চিঠি লিখে গেছেন। সেখানে তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় বলে উল্লেখ করেছেন তিনি। চিঠি দুটি তার পকেট থেকে উদ্ধার হয়েছে। এছাড়া একটি তার মানিব্যাগ থেকে মেয়ের ছবিও পাওয়া গেছে। ধারনা করা হচ্ছে তার আত্মহত্যার পিছনে প্রেম সংক্রান্ত কোন বিষয় থাকতে পারে।

Exit mobile version