Site icon Jamuna Television

লিটনের ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে এনিয়ে দুটি সেঞ্চুরি করলেন লিটন কুমার দাস। জাতীয় দলের এ তারকা ওপেনার শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ক্যারিয়ারের ৩৬তম ম্যাচে তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন।

এদিকে দুর্দান্ত খেলছেন তামিম ইকবাল ও লিটন দাস। দুজনই ব্যাটে রানের ফোয়ারা ছোটাচ্ছেন। তাতে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। হু হু করে বাড়ছে দলীয় রান। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩৩ ওভার শেষে বিনা উইকেটে ১৮০ রান করেছে বাংলাদেশ।

এ পথে ওপেনিং জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন তামিম-লিটন। তারা ছাড়িয়ে গেলেন শাহরিয়ার হোসেন ও মেহরাব হোসেনের ১৭০ রানের পার্টনারশিপকে। এতদিন উদ্বোধনী জুটিতে সেটিই ছিল সর্বোচ্চ রানের রেকর্ড।

ইতিমধ্যে ক্যারিয়ারে তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন লিটন। তিনি ১০২ রান নিয়ে ব্যাট করছেন। সেঞ্চুরির দোরগোড়ায় আছেন তামিম। ‍তিনি ৭৯ রান নিয়ে ক্রিজে আছেন।

এরআগে শুক্রবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টসভাগ্যে হেরে যান ব্যাট করতে নামে বাংলাদেশ।

Exit mobile version