Site icon Jamuna Television

ঝড়ো ব্যাটিংয়ে লিটনের রেকর্ড

তামিম ইকবালকে ছাড়িয়ে নতুন ইতিহাস গড়লেন লিটন কুমার দাস। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস এখন লিটনের।

আগের ম্যাচে নিজের পুরোনো রেকর্ড ভেঙে দেশের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ১৫৮ রানের ইনিংস খেলেছিলেন তামিম ইকবাল। দুই দিনের ব্যবধানে দেশসেরা এ ওপেনারের রেকর্ড ভেঙে দিলেন লিটন দাস।

জিম্বাবুয়ের বিপক্ষে শুক্রবার ১৪৩ বল খেলে ১৬টি চার ও ৮টি ছক্কায় দেশের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ১৭৬ রানের ইনিংস খেলেন লিটন দাস।

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ৪৩ ওভারে খেলা নির্ধারিত হয়। খেলা শেষ হওয়ার ১৩ বল আগে ছক্কা হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দিয়ে সাঝঘরে ফেরেন লিটন।

Exit mobile version